About us

হুগলির ইতিহাস ও ঐতিহ্য সংক্রান্ত ফিল্ড রিসার্চ ও ডকুমেন্টেশনের-মূলক এই ব্লগে পাঠককে স্বাগত। এটি হুগলি হেরিটেজ সংস্থার অন্তর্গত একটি গবেষণা ধর্মী ইতিহাসভিত্তিক ব্লগ। হুগলির সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাস ও ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরা ও জনসচেতনতার মাধ্যমে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টাই হুগলি হেরিটেজের প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আমরা এই ব্লগ ছাড়াও দুটি ইনস্টাগ্রাম পেজ ও একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর ডকুমেন্টেশন করে থাকি।

প্রাথমিকভাবে কাজটি শুরু হয় ২০১৫ সাল থেকে। ক্ষেত্র-সমীক্ষা ও তথ্য সংগ্রহ সহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সম্প্রতি ২০১৮ সালের সেপ্টেম্বর মাস নাগাদ ব্লগটি সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়। ইতিহাসভিত্তিক ক্ষেত্র সমীক্ষা, লেখা ও ডকুমেন্টশনের পাশাপাশি পশ্চিম বঙ্গ সরকারের পরিবহণ দপ্তর (WBTC)-এর ‘পুজো পরিক্রমা’ অনুষ্ঠানের ‘হুগলি চ্যাপ্টারে’র অফিশিয়াল পার্টনার হুগলি হেরিটেজ। এর পাশাপাশি আমাদের হেরিটেজ ট্যুরিজম-এর উইং-টি গত কয়েক বছর ধরে আগ্রহী ব্যক্তিদের হেরিটেজ ওয়াক পরিষেবা দিয়ে আসছে। এ বিষয়ে আরও বিশদ জানতে আমাদের ইমেল আইডিতে যোগাযোগ করুন- hooghlyheritage@gmail.com

হুগলী হেরিটেজ ব্লগের ৩ জন সদস্য-
প্রোজ্জ্বল দাস (চিত্রগ্রাহক ও লেখক)
সুচিন্ত্য মল্লিক (চিত্রগ্রাহক ও লেখক)
শঙ্খশুভ্র গাঙ্গুলি (গবেষক, লেখক ও সম্পাদক)

Leave a comment